নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে যাত্রা করলো আইল্যান্ড সিকিউরিটিজ
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত ঢাকা স্টক এক্সচেঞ্জ অনুমোদিত আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে স্থানীয় প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ দেখাবে।
পাশাপাশি ক্যাপিটেল মার্কেট সম্পর্কে তৃণমূলের মানুষ জানবে ও বিনিয়োগ করতে উৎসাহিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আড়ম্বরপূর্ণ
অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের উপ- শাখার উদ্বোধন করা হয়। জেলা শহরের এক অভিজাত হোটেলে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর উপস্থিতিতে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক লিঃ চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ নাহিদ বাবু। প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার
কর্পোরেট মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুল
ইসলাম। ভার্চুয়ালের মাধ্যমে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইল্যান্ড সিকিউরিটিজ
লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন এফসিএমএ। এসময় তিনি বলেন, পুঁজিবাজারে
বিনিয়োগ শতভাগ হালাল, তাই বিনিয়োগের ক্ষেত্র হিসেবে প্রাধান্য পেয়েছে। না বুঝে শেয়ারবাজারে বিনিয়োগ করবেন না। যেহেতু বিনিয়োগের টাকা আপনার তা সুরক্ষার দায়িত্ব আপনারই পুঁজিবাজার সম্পর্কে জানতে হলে সে সম্পর্কিত বই পড়ার পাশাপাশি প্রশিক্ষণ নেয়ার পর বিনিয়োগ করা উত্তম।