1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর গোয়াইনঘাটে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক। ময়মনসিংহের ভালুকা ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২৪ জন পীরগঞ্জে পিতার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের ১০টি গাড়িতে বরযাত্রা ! বাউফলে সেই শ্বশুর বাড়ি আত্মহত্যা বলে চালিয়ে দেয়া জামাইয়ের হত্যার রহস্য উদঘাটন, মা’য়ের মামলা ময়মনসিংহ ভালুকায়জমি জবর দখলের অভিযোগ ইউপি সদস্যে বিরুদ্ধে অথপর আটক ময়মনসিংহে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে তথ্য আবহাওয়া অধিদপ্তরের ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠক।। কারাভোগ শেষে এক ভারতীয়কে ফেরত পীরগঞ্জে ৩ সাংবাদিকে প্রাণ নাশকের হুমকি নলিয়ানে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ বাণিজ্যের শেষ কোথায়

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৩১ বার

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ বাণিজ্যের শেষ কোথায়

হঠাৎ করেই এমআরপি পাসপোর্টের রমরমা বাণিজ্য শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। পুরাতন এই পাসপোর্ট পেতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসছেন সাধারন মানুষ।
মোটা অংকের ঘুষের বিনিময়ে দেয়া হচ্ছে পুরানো প্রযুক্তির সেই মেশিন রিডেবল পাসপোর্ট। অথচ নিয়মানুযায়ী আবেদন করায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহক। টাকা নিয়েও দীর্ঘদিন পাসপোর্ট না পাওয়ার অভিযোগ ভুক্তোভোগীদের। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে যারা প্রবাসী তাঁদের জন্যই মূলত বেশি কার্য্যকর মেশিন রিডেবল পাসপোর্ট।
কারন আবেদন করার পরেও ই-পাসপোর্ট পেতে অনেক দেরি হচ্ছে। এছাড়া ভোটার আইডি কার্ড এর সঙ্গে অনেক ক্ষেতে নামের গড়মিল থাকার কারনেও অনেকে ই পাসপোটের ঝামেলায় জড়াতে চাইনা। ফলেই তাঁরা মেশিন রিডেবল পাসপোর্ট ব্যবহার করতে হচ্ছে। নিজ জেলা রাজশাহীতে পাসপোর্ট না পেয়ে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য চাঁপাইনবাবগঞ্জে এসছেন বাঘা উপজেলার রোকেয়া খাতুন।
এজন্য অবশ্য দালাল চক্রকে দিতে হয়েছে মোটা অংকের ঘুষ। রোকেয়া খাতুন জানান, রাজশাহীতে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করা হয়। কিন্তু সেখানে প্রায় মাসখানেক কাগজপত্র জমা নিয়েও পাসপোর্ট না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ এসেছেন তিনি।
একই অবস্থা নারায়ণগঞ্জ জেলার আলাল আহমেদ, গোপালগঞ্জের আবুল কালাম রশিদ আহমেদসহ অন্যদের। দালাল চক্রের খপ্পড়ে পড়ে হাজির হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তাঁরা জানান, নিজ এলাকা থেকে হয়রানী বাঁচতে চাঁপাইনবাবগঞ্জ এসেছেন পাসপোর্ট বানাতে।
তাঁরা বলেন, শুনেছি এখানে টাকা দিলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায়। তাই দালালের মাধ্যমে টাকা দিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জ। শিবগঞ্জ উপজেলার রুমেল আলী নামে এক ব্যক্তি জানান, দালাল চক্রকে পাশ কাটিয়ে নিজেই পাসপোর্টের আবেদন করায় বিগত ৩ বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন তিনি। তাঁকে এখনও দেয়া হয়নি পাসপোর্ট। তাঁর অভিযোগ প্রথম যেদিন পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিতে আসেন, সেদিন স্থানীয় এক দালাল তাঁকে ঘেরে ধরে পাসপোর্ট তৈরি করে দেয়ার কথা বলে। এতে সম্মতি না দিয়ে কাগজপত্র জমা দেন রুমেল আলী। তাঁর অভিযোগ দালালের মাধ্যমে টাকা পয়সা না দেওয়ায় তাঁর পাসপোর্ট মিলেনি তিন বছর। তিনি পাসপোর্ট পেতে ঊর্দ্ধতণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই অবস্থা জেলা সদরের আমজাদ আলী, শহিদুল ইসলামসহ অনেকের। মোটা অংকের ঘুষ দেয়ার পরও মেলেনি কাঙ্খিত পাসপোর্ট। তাঁরা জানান, সহকারী পরিচালক আর তার দুই সহযোগীর নেতৃত্বেই পরিচালিত হচ্ছে দালাল সিন্ডিকেট।
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সদ্য বদলি হওয়া সহকারী পরিচালক আফজাল হোসেন দালাল সিন্ডিকেটের কথা স্বীকার করলেও ঘুষের লেনদেনের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অত্যাধুনিক প্রযুক্তির ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয় চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে।

 

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।