নিউজ ডেস্ক
নৌকার প্রার্থী মোখলেসুর কে বিজয়ী করতে পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরুর গণসংযোগ
আর মাত্র ৪ দিন পর ৩০ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন। আজ মঙ্গলবার থেকে আবারও প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠবে ১৫ টি ওয়ার্ডের ওলিগলি।
এবার বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য, পৌর আ.লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান মোখলেসুর রহমান নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকা প্রতীক কে জেতাতে, মোখলেসুর রহমান কে জেতাতে বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করে যাচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু।
সদালাপী রাকিবুল হাসান বিরু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতীক নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সকলে নৌকা প্রতীক কে জেতাতে একযোগে কাজ করার আহবান জানাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোখলেসুর রহমান কে ভোট দিয়ে জয়যুক্ত করুন।