নিউজ ডেস্ক
নৌকা প্রতীকে ভোট দিয়ে গিয়াস উদ্দিনকে বিজয়ী করুন-কামরুল আশরাফ খান পোটন
নরসিংদীর সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শেকেরচর ধূমকেতুর মাঠে আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আসন্ন শিলমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ মাষ্টার এর উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রধান অতিথি নরসিংদী-২ পলাশের সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন বলেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে গিয়াস উদ্দিন আহমেদ মাষ্টার কে বিজয়ী করুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ইনশাআল্লাহ। গিয়াস উদ্দিন আহমেদ মাষ্টার বলেন,আমি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ও আওয়ামীলীগের সাথে থাকবো। আমাকে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।আপনাদের সেবা করার সুযোগ দিন এবং ইউনিয়নের উন্নয়ন মূলক কাজে ভূমিকা রাখুন।চেয়ারম্যান নয় সেবক হয়ে কাজ করতে চাই। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ মাষ্টার এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নরসিংদী -২ এর সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার নব নির্বাচিত মেয়র আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব হোসেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান, পলাশ উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌরসভার নব নির্বাচিত মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক,মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজহার অমিত প্রান্ত,মেহেরপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লা রহিজ মিঠু,আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ হাই মাষ্টার, আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,ডাংগা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি রাজন আহমেদ। শীলমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইউপি পদপ্রার্থী সদস্যগণ, আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ, ছাত্র লীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,আওয়ামী মহিলা লীগ, আওয়ামী মহিলা যুবলীগ, মুক্তিযোদ্ধা,ইমাম, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী ও স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।