নিউজ ডেস্ক
বরিশালের আগৈলঝাড়ার রাজিহার গ্রামে দূর্ধর্ষ গরু চুরি।
বরিশালের আগৈলঝাড়ার রাজিহার গ্রামে একই রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।
রাজিহার বাজারের একাধিক লোকের কাজ থেকে জানতে পারলাম রোববার রাত আনুমানিক দুইটা থেকে তিনটার দিকে ধলু হাওলাদারের ছেলে
শাহাবুদ্দিন হাওলাদারের একটি দুধের গাই সহ আরো দুটি মোট তিনটি গরু চুরি হয়েছে।
অপর দিগে রাজিহারের দর্জির পার গ্রামে দুইটি গরু চুরি হয়েছে। গরুর মালিক শাহাবুদ্দিনের স্ত্রী প্রতিদিনের ন্যায় সকালে গরু বের করার জন্য গরুর ঘরে গেলে গরু না দেখে চিৎকার করতে থাকে এর পর সকলে জানতে পারে তাদের গরু রাতেই চুরি হয়ছে।
কেবা কারা এই চুরির সাথে জরিতো এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গরুই তাদের শেষ সম্বল তা হারিয়ে শাহাবুদ্দিনের পরিবার পাগল প্রায়। গরু চুরির ঘটনায় এলাকার গরু খামারিরা ভয়ে দিন কাটাচ্ছে।