নিউজ ডেস্ক
ভূঞাপুরে ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর এলাকায় রবি/ ২০২০-২০২১ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার পৌর এলাকার পশ্চিম ভূঞাপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোছাঃ আশরাফুন্নেছা, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা নাজমুল হোসেন মামুন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোবহান আলী সহ কৃষাণ কৃষাণিরা উপস্থিত ছিলেন।