নিউজ ডেস্ক
রাত পোহালেই ঘাটাইল পৌরসভার ভোট গ্রহন
রাত পোহালেই টাঙ্গাইলের ঘাটাইলে তৃতীয় ধাপের পৌর সভার ভোট গ্রহন। এরই মাঝে শুরু হয়েছে ভোটার দের ভোট দেয়ার আমেজ।
আগামীকাল ২৮শে নভেম্বর (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনের সরঞ্জাম।
ঘাটাইল পৌরসভার নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন সাবেক তিন পৌরমেয়রসহ ৪জন মেয়র প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ মোট ৩১জন।
পৌরসভার ভোটার সংখ্যা ২২হাজার ২শ ৪১জন।
এ পৌরনির্বাচন প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,
পৌরসভার নির্বাচনটি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে প্রতিকটি কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌছে দিচ্ছি। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। সুষ্ঠ সুন্দর অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে জনগনকে সেই নিশ্চয়তা দিচ্ছি।