নিউজ ডেস্ক
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
দিনাজপুরের হিলিতে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে হাকিমপুর উপজেলা চত্বরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে উপজেলার ৯৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে সরিষা বীজ,১০ কেজি ডেব ও ১০ কেজি পটাশ সার দেওয়া হয়েছে।