নিউজ ডেস্ক
নড়াগাতির জয়নগর ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে মুক্তিযোদ্ধা ফোরামের একাত্মতা
নৌকা প্রতিকের জয় নিশ্চিত করতে জেলার নড়াগাতি থানা মুক্তিযোদ্ধা ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭নভেম্বর) সকাল সাড়ে দশটায় ৭নং জয়নগর ইউপি নির্বাচনে নৌকা সমর্থিত প্রার্থী মুন্সী আনোয়ার হোসেন মম্মুর পক্ষে নড়াগাতি থানা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুন্নু শেখ,বীর মুক্তিযোদ্ধা আবুল শিকদার,সাোনামিয়া চৌধুরী,সোবহান খাঁ,খাঁ শহিদুর রহমান,কুদ্দুস মোল্লা,মন্টু চৌধুরী,শহীদ মুক্তিযোদ্ধা হাসান মোল্লার সহধর্মিণী সখিনা বেগম,মুক্তিযোদ্ধা সন্তান মাশরিকুল ইসলাম,চৌধুরী রাসেল প্রমুখ।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে একাত্মতা প্রকাশ করেন।