নিউজ ডেস্কপাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামীসহ আটক ৩, দুটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনা সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।শুক্রবার দিবাগত রাত ২টার সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে ডিবি পুলিশের যৌথ আভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। আজ শনিবার দুপুরে এক প্রেসরিলিজে এ তথ্য দেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
গ্রেফতারকৃতরা হলেন, ভাঁড়ারা মহাদেবপুর পূর্বপাড়ার মোঃ খবির শেখ’র ছেলে মোঃ রবিউল ইসলাম রবি (৪০), কোলাদি বিজয় রামপুরের মোঃ নাদের বিশ্বাস’র ছেলে মোঃ শহিদুল ইসলাম শহিদুল্লাহ (৩০) ও মহাদেবপুর পূর্বপাড়া, মোঃ তাহেজ উদ্দিন’র ছেলে মোঃ সিরাজ শেখ (৩৬)। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উল্লেখ্য. ১১ ডিসেম্বর সকালে নৌকার প্রার্থী আবুসাঈদ খাঁন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। সংঘর্ষে সময় গুলাগুলিতে উভয় পক্ষের ১০ জন গুলিবিন্ধ হয়। সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহামুদ খানের ভাই ইয়াসিন আলম খান নিহত হয়েছেন। নিহত ইয়াসিন আলম (৩২) তিনিও এই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন।