নিউজ ডেস্ক
ভূঞাপুরে হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন
কোরবন আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে রবি/২০২১-২২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা ধানের হাইব্রিড বীজ, উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহা-সচিব গোলাম কিবরিয়া বড়মনি। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফুন নেছা।