নিউজ ডেস্কভূঞাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন দুলাল হোসেন চকদার। তিনি জনগণের স্বার্থ রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের উন্নয়নের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাস দমনে আমি সর্বদা সচেষ্ট থাকবো। বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু প্রমুখ।