আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের মৃত বিদুৎ মল্লিকের ছেলে বিপ্লব মল্লিকের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কাপড় ও আর্থিক সহায়তা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন’র মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক ও বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে কেসিসি মেয়র ও উপমন্ত্রী’র পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন ও এসব সহায়তা প্রদান করেন মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার । এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে মিঠাখালি ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু প্রিতীশ চন্দ্র হালদার, ইউপি সদস্য মোঃ শাহিন সরদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইস্রাফিল হাওলাদার বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি কিংবা পরিবার যাতে আর্থিক সংকটে না ভোগে, সে জন্য তাদের সকল প্রকার সহযোগিতা করে যাবে সরকার।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা প্রদান করা হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এ পরিবারকে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় বিপ্লব এর বাড়িতে সর্ট সার্কিটের ( ক্ষতিগ্রস্ত পরিবারের ধারনা) আগুন থেকে অগ্নিকাণ্ডে ঘরটি পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত এ পরিবার।