এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নে পরিচালনা করে ১০০ পিচ ইয়াবাসহ বাপ্পী ফরাজী (২২), ও জাহিদ হোসেন (২৩), নামের দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাতে (৩০-০১-২০২২ ইং) তারিখ প্রথম প্রহরের আনুমানিক রাত ০২.৩০ মিনিটের সময় এস, আই (নিঃ)/ জিয়াউর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এ,এস,আই (নিঃ) সাইদুল ইসলাম, কনেস্টবল /৩৫৮, মিজানুর রহমান, কনেস্টেবল /১০১৫, সাইফুল ইসলাম ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আংগারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ সাতানি গ্রামের বগা টু লেবুখালি গামী সড়কের মহারাজ বাড়ীর ব্রীজের পাশে জনৈক হেলালের মুদির দোকানের সামনে অভিযান পরিচালনা কালে ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ঘেরাও পুর্বক দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, লেবুখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা (১). বাপ্পী ফরাজী (২২),পিতা-সোবাহান ফরাজী, মাতা-নুরজাহান বেগম, ও (২), জাহিদ হোসেন (২৩), পিতা- আমির হোসেন,মাতা- মোসাঃ আসমা,সাং- ঝাটরা,০৫ নং ওয়ার্ড,উভয় থানা-দুমকি জেলা-পটুয়াখালী। এ সময় উভয়ের কাছ থেকে(৫০+৫০=১০০) (একশত)পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ ইং এর ৩৬ সারনী ) ১০(৯) ধারায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং-১৬.