দুমকি প্রতিনিধি: দুমকিতে ১৫শ’ মি.লি মদসহ ২ যুবক গ্রেফতার পটুয়াখালীর দুমকিতে আজ শুক্রবার সন্ধ্যায় শিপলু চন্দ্র দাস (২৪) ও আলভী (২২) নামে দু’যুবককে ১৫শ’ মি. লিটার অবৈধ মদসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে দুমকি থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী পায়রা সেতুর চেকপোষ্টে তল্লাসী করলে তাদের জ্যাকেটের পকেট থেকে ২ বোতল মদ উদ্ধার করা হয়। আটককৃত শিপলু’র বাসা পটুয়াখালী শহরের কাঠপট্টি ও আলভী’র বাসা আদালত পাড়া এলাকায় বলে পুলিশ জানায়।