আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নলছিটি উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনাড়ম্বর পরিবেশে প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
ইউএনও রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আবেগ জড়িত কন্ঠে তিনি বলেন, সদ্য বিদায় নেওয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ছিলেন কাজের প্রতি নিবেদিত। তিনি তাঁর কর্মজীবনে যেখানেই কাজ করেছেন অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মকাণ্ডের জন্য উপজেলা প্রশাসনে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল।
এ সময় উপস্থত সবাই তাঁর ভূয়শী প্রশংসা করেন।
সদ্য বিদায়ী এ কর্মকর্তা সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন।