এম জিয়াদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।
৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালীর দুই ইউপির বাংলাদেশ আওয়ামীলী মনোনীত দলীয় প্রতীক নৌকা প্রদান করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) আওয়ামীলীগের এ দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়। বাংলাদেশ আওয়ামীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাঙ্গাবালী উপজেলার ২ নং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ওমর ফারুক এবং ৬নং মৌডুবী ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাহমুদ হাসান রাসেল।