
প্রেস বিজ্ঞপ্তি :
ফেনী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারী) শহরের ট্রাংক রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় দৈনিক সংবাদ সারাবেলা/ নিউজ টুডে’র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলীকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ/ এশিয়ান এইজ’র জেলা প্রতিনিধি শাহাদাত হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- সহ সভাপতি হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর/ মসিমেলা) ও সফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর/ ইউএনবি), সহ সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব/ ডেইলি ট্রাইব্যুনাল) ও মো. ওমর ফারুক (দৈনিক সকালের সময়), কোষাধ্যক্ষ এম শরীফ ভূঞা (দৈনিক ঢাকা টাইমস্), দপ্তর সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ/ ফেনীর গৌরব), প্রচার সম্পাদক গাজী হানিফ (দৈনিক অগ্রসর) সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম (নীহারিকা), সমাজকল্যাণ সম্পাদক সাহেদ চৌধুরী (দৈনিক নব চেতনা/ স্বদেশ কন্ঠ), ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (গ্লোবাল টিভি/ দৈনিক ঢাকা প্রতিদিন), প্রকাশনা সম্পাদক আরিফ আজম (দৈনিক ফেনীর সময়/ বিজনেস স্ট্যান্ডার্ড), মহিলা বিষয়ক সম্পাদক বকুল আক্তার দরিয়া (দৈনিক অধিকার/ আলোকিত ফেনী), ধর্মবিষয়ক সম্পাদক আহসান উল্যাহ (চ্যানেল এস)।
কার্যকরী সদস্য শাহজালাল রতন (দৈনিক সমকাল), রবিউল হক রবি (চ্যানেল আই/ ফেনী খবর), আজাদ মালদার (আরটিভি/ যায়যায় দিন), জসিম মাহমুদ (দৈনিক স্টার লাইন), এন এন জীবন (দৈনিক ভোরের পাতা/ স্বদেশ পত্র), ফিরোজ আলম (সু-প্রভাত ফেনী/ ফেনী চিত্র), শেখ কামাল (দৈনিক ইত্তেফাক) শেহাব উদ্দিন লিটন (নিউনেশন), কাজী সুমন (এশিয়ান টিভি), সৈয়দ মনির (ভোরের কাগজ/ ফেনীর ডাক), জাহাঙ্গীর কবির লিটন (দৈনিক আমাদের ফেনী/ পাক্ষিক ছাগলনাইয়া), সিদ্দিক আল মামুন (ফেনীর প্রত্যয়/ পিপলস্ টাইমস), মিজানুর রহমান (দৈনিক খবর পত্র), আবু ইউসুফ মিন্টু (দৈনিক আমাদের সময়), সাহেদ হোসেন (দৈনিক নয়া দিগন্ত), আবদুল্লাহ আল মামুন (দৈনিক ফেনী)।