পটুয়াখালীর মোজাম্মেল চেয়ারম্যানের বিরুদ্ধে দরপত্র ছাড়াই খেয়াঘাট ডাক সম্পন্নের অভিযোগ।
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না ঠোডা ও কালিচান্না বাজার এলাকার দুটি খেয়াঘাট দরপত্র কিংবা কোন নোটিশ ছাড়াই ডাক সম্পন্ন করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার এর বিরুদ্ধে।
অভিযোগের সত্যতা জানতে চাইলে চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার তার মুঠোফোন (01714047836) নাম্বার হইতে (01857357465) নাম্বারে গনমাধ্যমকে বলেন, যিনি অভিযোগ করেছে তাকে যেন তার কাছে পাঠিয়ে দেয়া হয় সে বুজ নেবে বলে রেগে ফোন কল কেটে দেন।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ কে অবহিত করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের এসব কার্যক্রম সম্পর্কে দপ্তরকে কোন অবহিত করা হয়নি, তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান।
ছবি প্রতীকী।