বরিশালে প্রজেক্ট প্রপোজাল রাইটিং এন্ড একাউন্টস বুক কিপিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
জাতীয় পুরস্কার বিজয়ী যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে যুব সংগঠকদের নিয়ে প্রজেক্ট প্রপোজাল রাইটিং এন্ড একাউন্টস বুক কিপিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরীর ভাটিখানা চন্দ্রপাড়া নিরন্তন লাইব্রেরীতে ২১শে মার্চ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ধ্রুবতারা বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি কিশোর চন্দ্র বালা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি ৪,৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর ও শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি কোহিনুর বেগম। উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন জাতীয় জয়িতা পুরস্কার বিজয়ী এসইউভিও এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা।
এসময় বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর থেকে আসা যুব সংগঠকগণ এই আয়োজনের গুরুত্ব নিয়ে মতামত ব্যক্ত করেন।
বক্তারা বলেন এই ধরনের প্রশিক্ষণ হতে যুবরা সুচারুভাবে সংগঠন পরিচালনা করতে সক্ষম হবে একই সাথে কর্মজীবনের জন্য দক্ষতা ও যোগ্যতা অর্জন সহ হাতে কলমে জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি হবে।
আগামীদিনে এমন কর্মসূচি বাস্তবায়ন ও চলমান কর্মসূচির সফলতা কামনা করেন উপস্থিত সকলেই।