এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী-টু-বরিশাল মহাসড়কে মোটরসাইকেলে বোরকা পেচিয়ে দুর্ঘটনায় প্রান গেলো ফারাজানা (১৯) নামের এক নববধূর।
বুধবার (১২-এপ্রিল-২০২২ ইং) তারিখ সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়নের এয়ারপোর্ট সংলগ্ন পটুয়াখালী-টু-বরিশাল মহাসড়ক এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ফারাজানার বাবার বাড়ি লোহালিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকায়।
আনুমানিক গত দেড় মাস আগে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল গাজীর ছেলে রাকিব গাজীর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়েছিলো তাদের।
পারিবারিক সুত্রে জানাগেছে , স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে স্বামী রাকিব গাজী ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। স্বামী রাকিব নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলো হঠাৎ স্ত্রী ফারজানার বোরকা মোটরসাইকেলের চাকায় পেচিয়ে পাকা রাস্তার উপরে পরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। প্রথমে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত বলে পরিবারের লোকজনকে জানান।
নববধূর এমন মৃত্যুতে স্বামী রাকিব গাজী সহ দুই পরিবারে মাঝে চলছে শোকের স্রোতধারা।