শাহাদত চৌধুরী রিপোর্ট ঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ মতিন আলী (৩০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে উপজেলার চিতলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে চিতল পুকুর এলাকায় অভিযান চালিয়ে নতুন আলীকে র্যাব সদস্যরা গ্রেফতার করে।
গ্রেপ্তার মতিন আলী রাজশাহী নগরী চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি উত্তরপাড়া এলাকার মোন্তাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।