শাহাদাত চৌধুরী (নওগাঁ)
নিয়ামতপুর প্রতিনিধি:
নিয়ামতপুর উপজেলার শ্রিমন্তপুর ইউনিয়ন এর শ্যামপুর পল্লীসমাজে পুরুষ ও যুবক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নারী পুরুষ এর সমতা বলতে কি বুঝায় নারী পুরুষ এর সমান অধিকার, সাংসারিক কাজে পুরুষ ও যুবক এর অংশগ্রহণ বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণ এ নারীর অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবিনা আক্তার এবং পরিচালনা করেন মোসা ঃ আফরোজা আইরিন এ্যাসোসিয়েট অফিসার (সেলপ্)