রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় পর্যায়র শ্রেষ্ঠ যুব পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান রেনেসা টেক বিডির ২৪ বছর পূ্র্তিতে রেনেসা বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি পৌরসভা সংলগ্ন সংস্থার প্রধান কার্যালয়ে ফিতা কেটে রেনেসা বাজারের শুভ উদ্বোধন করা হয়।
এ্যাডঃ মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও সহকারী কমিশনার (ভুমি) মাছুমা আক্তার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, নলছিটি পৌর আ’লীগ সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহউদ্দিন খান রতন, অধ্যাক্ষ রফিকুল ইসলাম কবির মোল্লা, প্রেসক্লাব সহ-সভাপতি ডাঃ ইউসুফ আলী তালুকদার, প্যনেল মেয়র পলাশ তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, প্রভাষক সরদার মোঃ শাহআলম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা আক্তার, খকদিজা পারভীন, নুরুন্নাহার আক্তার, কাউন্সিলর রেজাউল চৌধুরী, কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু প্রমুখ।
এছাড়াও সাংবাদিক, ব্যাবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন ও সার্বিক ব্যাবস্থাপনা ছিলেন রেসেনা ইনফো ডট বিডির পরিচালক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা মোঃ আক্তারুজ্জামান।