(নওগাঁ)নিয়ামতপুর প্রতিনিধি শাহাদাত চৌধুরীঃ
২০/৪/২২ইং তারিখ দুপুর ১.৩০ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গলায় করা পল্লীসমাজ এর পারিবারিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পারিবারিক কাজে পুরুষ এবং যুবকের অংশগ্রহণ বৃদ্ধি, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ, সহিংসতামুক্ত পরিবার গঠন বিষয়ে আলোচনা করা হয়। সকলে সহিংসতামুক্ত পরিবার গঠনের জন্য নিজ নিজ পরিবার থেকে সচেতন থাকবে এবং কোন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন না করার সিদ্ধান্ত গ্রহণ করে। বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করে। নিজ পরিবার সহ আশেপাশের সকল পরিবারের অভিভাবকদের সচেতন করবে এবং লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের মেধা বিকাশের জন্য রচনা কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে এবং এলাকায় সকলেই একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য সম্প্রীতি ইভেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং আলোচনায় সভাপতিত্ব করেন শ্রী বুলবুলি রানী দাস এবং পরিচালনা করেন মোসা.আফরোজা অ্যাসোসিয়েট অফিসার (সেলপ্)।