বরগুনা প্রতিনিধিঃ ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম প্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১-৭ মে গণমাধ্যম সপ্তাহ জাতীয় ভাবে পালনের দাবীতে আমতলীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী উপজেলা শাখার পক্ষ থেকে আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশে বিভিন্ন পেশাজীবিদের জন্য নানামুখী সপ্তাহ এবং দিবস রয়েছে যা রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হয়। কিন্তু পক্ষান্তরে সাংবাদিকদের জন্য এরকম কোন কিছুই নেই। এটিকে যুগপোযোগী, শক্তিশালী ও কার্যকর করার জন্য ১ মে থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করা প্রয়োজন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সারাদেশে গণমাধ্যম সপ্তাহ পালন করে আসছে। অন্যান্য দিবসের ন্যায় গণমাধ্যম সপ্তাহ জাতীয় ভাবে পালনের জন্য প্রধানমন্ত্রীর আশুহস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।
আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, সাংবাদিকদের অধিকার আদায় ও গনমাধ্যম সপ্তাহ পালন একটা যুগোপযোগী দাবীর সাথে একমত পোষন করে সার্বিক সহযোগিতার
আশ্বাস দেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আমতলী উপজেলা শাখার পক্ষে স্মারকলিপি প্রদান করেন, বিএমএসএফ’র আমতলী উপজেলা শাখার আহ্বায়ক মোঃমনিরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ শাওন খান, যুগ্ন আহ্বায়ক মতিন খান সহ সদস্যবৃন্দ।