সেরাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাস্থ খোয়াড়মোড়ের হাকিম মেশিনারিজ দোকানের পাশ্বে ফাঁকা জায়গায় ২৮ মে ২০২২,০ঃ১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম নেতৃত্ব্বে্ব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) গাঁজা-০২ কেজি (খ) মোবাইল-০২ টি (গ) সীমকার্ড- ০৩টি এবং (ঘ) মাদক বহনকারী ব্যাগ-০১টিসহ আসামী ১। মোঃ মাসুদ রানা (৩৫), পিতা- মোঃ আতাউর রহমান, মাতা- মোসাঃ আছিয়া বেগম, ২। মোঃ শাহারুল ইসলাম (৩০), পিতা- মোঃ আইনাল হক, মাতা- মোসাঃ সেনেরা বেগম, উভয় গ্রাম- উমরপুর, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। উল্লিখিত জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়।