স্টাফ রিপোর্টার
মোঃ রেজাউল করিম খান
বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে মালবাহী আরেকটি ট্রাক। এতে চাপা পড়ে আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারি (হেলপার)। বুধবার (১৮ মে) সকালের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৭৯৫৯) দিনাজপুরে যাচ্ছিল। পথিমধ্যে মহিপুর নামক স্থানে পৌঁছালে পেছনের একটি চাকা ফেটে যায়। পরে মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়ে রেখে মেরামত কাজ করছিলেন হেলপার আলমগীর হোসেন। একপর্যায়ে একইদিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্টো ট-১৮-৭৭৫২) দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার আলমগীর নিহত হন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। সেইসঙ্গে ধাক্কা দেওয়া ট্রাকের চালক সুমন মিয়াকে আটক করা হয়েছে। সে ঠাকুরগাঁও জেলা সদরের মিলননগর গ্রামের শমসের আলীর ছেলে। এছাড়া উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।