সোহাগ হোসেন বেনাপোলঃযশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ২৫০ বোতল ফেন্সিডিল আটক হয়েছে। এসময় ওই ফেনসিডিলের সাথে জাকির হোসেন(৫১) ও জাহিদুল ইসলাম (৩৫) নামে দুইজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
শুক্রবার ভোর ৬ টার সময় পৃথক অভিযানে ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির ও একই থানার বারপোতা গ্রামের তাহাজ্জৎ এর ছেলে এজাহার ভুক্ত পলাতক আসামি জাহিদুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুাইয়া বলেন, নিয়মিত মাদক বিরোধি অভিযানে ওই দুইজনকে ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।আটককৃতদের মাদক মামলা দিয়ে যাশোর আদালতে পাঠানো হয়েছে।