মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। ৩০ মে রোববার বিকেলে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মধুপুর হোটেল আদিত্যের নীচতলায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করে দলটি। আলোচনা সভায় শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার শান্তি মাগফেরাত কামনা সহ খালেদা জিয়া, তারেক রহমানের দির্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্হিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিএনপি ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, ওলামা দল, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।