শাহাদাত চৌধুরী রাজশাহী প্রতিনিধিঃ
নির্যাতনের পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে শুক্রবার বিকেলে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী। শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ।
মোহনপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার! রাজশাহীর মোহনপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামী স্বামী শিমুল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।
জানা গেছে, গত সাত মাস আগে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের আশরাফ আলীর ছেলে শিমুলের সাথে একই উপজেলার ঘাসিগ্রাম গ্রামের মাজেদুল ইসলাম মৃধার মেয়ে কারিমা আক্তার মিমের (২০) বিয়ে হয়। এর পর যৌতুকের জন্য প্রায় তাকে নির্যাতন করা হতো।
শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা
শুক্রবার (২০ মে) বিকেলে কারিমাকে স্বামী এবং শাশুড়ি মিলে মারধর চালায়। তারপর অবস্থা বেগতিক দেখে গলায় ফাঁস নেয়ার অপপ্রচার চালিয়ে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক কারিমাকে মৃত ঘোষনা করেন।
এসময় হাসপাতালে মরদেহ রেখে স্বামী ও তার পরিবারেরর লোকজম কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। রাতে নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ তিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ৩জনকে আসামী করে থানায় নির্যাতনের পর হত্যা মামলা দায়ের হয়েছে। প্রধান আসামী স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে