এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বরগুনা জেলার আমতলী থানাধীন গুলিশাখালী এলাকায় র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮।গ্রেফতারকৃত আসামি হাবিনুর গাজী (৩৮), ইউনিয়নের ৮ নং গোজখালী গ্রামের বাসিন্দা সেকান্দার গাজীর ছেলে।
র্যাব সুত্রে জানাগেছে, রবিবার (১৫-এপ্রিল-২০২২ ইং) তারিখ আনুমানিক ০৮:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, কাজী সাহাবুদ্দিন আহমেদ এর নেতৃত্বে আনুমানিক ১০:৩০ ঘটিকায় বরগুনা জেলার আতমলী থানাধীন গুলিশাখালী এলাকায় অভিযান পরিচালনায় কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃত ব্যাক্তির নাম হাবিনুর গাজী (৩৮), সে বরগুনা জেলার আতমলী থানার (জিআর নং-১০৬/২১) এর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। পরে গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আতমলী থানায় (জিআর নং-১০৬/২১) মূলে হস্তান্তর করা হয়।