শাহাদত চৌধুরী রাজশাহী প্রতিনিধিঃ
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ৭ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ! রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামে।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আফজাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার এক সপ্তাহ হলেও এখনো অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগীর পরিবার জানায়।
এদিকে দায়ের করা অভিযোগ তুলে নিতে অভিযুক্ত ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে চরম নিরাপত্তাহীনাতায় ভুগছেন ভিকটিম ও তার পরিবার। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে হাতিশাইল গ্রামের আলাম উদ্দিনেরপুত্র আফজাল হোসেন মদ্যপ অবস্থায় একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গত রোববার ভিকটিম বাদী হয়ে আফজাল হোসেনকে অভিযুক্ত করে তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। কিন্তু রহস্যজনক কারণে ঘটনার ৭ দিনেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, এর আগেও আফজাল এমন অপকর্ম করেছেন। কিন্তু ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর বলে পার পেয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, এবারো ইউপি চেয়ারম্যান ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফজাল হোসেন এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এমন অভিযোগ করা হয়েছে। এরপরও ইউপি চেয়ারম্যান বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। এ ব্যাপারে জানতে উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের মোবাইল ফোনে কল করা হলে তিনি ঘটনা সম্পর্কে অবগত নন বলে মোবাইল সংযোগ বিছিন্ন করেন।
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই নেজাম উদ্দিনকে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।