এম আমির হোসাইন, দুমকি প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে বিদ্যুৎ শটসার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। ঘটনায় অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেট সংলগ্ন সেলিম হাওলাদারের বসতঘরে সোমবার রাত গভীর রাতে এ দূর্ঘটনা ঘটে। প্রতিবেশীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও দমকলের গাড়ী আসার পূর্বেই পুরো মালামালসহ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।