এম আমির হোসাইন, দুমকি প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা মেধাবী শিক্ষার্থীর স্বীকৃতি পেল জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মরিয়ম আক্তার (১৩)। মুক্তিযুদ্ধ বিষয় ষষ্ঠ-অষ্টম গ্রুপের প্রতিযোগিতা’২২ এ উপজেলা পর্যায় সে সেরা মেধাবী হয়। মরিয়ম দুমকি গ্রামের জলিল মৃধার বাক প্রতিবন্ধী পুত্র রশিদ মৃধার জ্যেষ্ঠ কন্যা।