এম আমির হোসাইন, দুমকি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মাহাতুল মু’মিনীন হযরত আয়েশা (রা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দার কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে শিক্ষার্থীরা আজ শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সকাল ১০টায় মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে জনতা কলেজের ছাত্র সাকিবুল ইসলাম ,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি রবিউল ইসলাম, পবিপ্রবি’র সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থী রাতুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা হযরত মুহাম্মদ (স:) ও হযরত আয়েশা (রা:) নিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।