আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটক্তি করা ভারতের নুপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) উস্কানীমূলক মন্তব্য করায় মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দিগেন্দ্র দেব নাথকে কলেজ থেকে বহিষ্কার ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় বড়লেখা দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের স্থানীয় বাজারে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার জনসাধারণ অংশগ্রহণ করেন।
হাজারো তৌহিদী জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল দক্ষিণভাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মধ্যে বাজারে প্রতিবাদ সমাবেশে প্রবীন মুরব্বি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ওয়াহিদুর রহমান নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ রিয়াজ। এছাড়া আরোও বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে একাত্মতা পোষণ করায় সকল তৌহিদী জনতার প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আহমেদ রিয়াজ বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান ও বড়লেখা সরকারি কলেজের ইংরেজী প্রভাষক দিগেন্দ্র দেবনাথ, কিংশু ঘোষসহ মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।