পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই স্লোগান নিয়ে ১৪ই জুন মঙ্গলবার সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় এর আয়োজনে দেশব্যাপী আগামী ১৫-২১ জুন চলবে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর কার্যক্রম, দেশে প্রথম বারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে আজ বরিশালে উদ্বোধনী র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, যুগ্ম পরিচালক বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস বরিশাল মোঃ সাইদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা-কর্মচারী ও প্রশিক্ষনার্থী সুপারভাইজার ও গণনাকারীগণ।
শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক। নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলনে গিয়ে শেষ হয়।