পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
৬ই জুন সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় জুম ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সমন্বয়কারী জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, কারিগরি পরামর্শক দি ইউনিয়ন এড. সৈয়দ মাহবুবুল আলম, প্রোগ্রাম অফিসার জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আমিনুল ইসলাম সুজন ও ডাঃ মোঃ ফরহাদুর রেজা, এসময় অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর ৪ টি গ্রুপে গুরুপ ডিসকাশন করা পরে গ্রুপে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে তুলে ধরা হয়।