পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ, রুপাতলী এবং চৌমাথায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।
১লা জুন বুধবার সকাল ১০টায় নগরীর প্রান কেন্দ্র চৌমাথায় এই মানববন্ধন কর্মসূচি সম্পন্ন করেছে এলাকাবাসী।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার। এ সময়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্লেকার্ড, ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় এই আয়োজনে।
দূর্ঘটনা রোধ ও নিরাপদে রাস্তা পারাপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফুট ওভার ব্রীজ।প্রতি নিয়ত রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। ফুটওভার ব্রিজ স্হাপনের জন্য জেলা প্রশাসক ও নগরীর মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়।বিগত দিনেও ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনটি।
এসময়ে অবিলম্বে এই তিনটি গুরুত্বপূর্ণ স্হানে ফুটওভার ব্রিজ নির্মান করে জনগণের সুরক্ষা নিশ্চিত করা হোক এটাই মানববন্ধনের মূল দাবি।জেলা শহরে ফুট ওভার ব্রিজ রয়েছে কিন্তু, বরিশাল বিভাগীয় শহরে নেই।কেনো বরিশালবাসী এতো অবহেলিত।