বাকেরগঞ্জে নিখোঁজ বলগেট শ্রমিকের লাশ ৩দিন পর উদ্ধার
এম আমির হোসাইন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
বাকেরগঞ্জে নিখোঁজের ৩দিন পর বলগেট শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ডুবুরিয়া বলগেটের ইঞ্জিন রুম থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মিলন মোল্লা উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে বাকেরগঞ্জের তুলাতলা নদীতে বালুভর্তি বলগেট এমভি সালেহ-২ ডুবে শ্রমিক মিলন মোল্লা (২০) নিখোঁজ হয়। বরিশাল ও বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ মিলন মোল্লাকে উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে শনিবার ঢাকার নজরুল ইসলামের নেতৃত্ব ৩ সদস্যের ডুবুরি দল এসে ডুবুরি আবুল বাসার পানির নিচে থাকা বলগেটের ইঞ্জিন রুম থেকে নিঁখোজ মিলন মোল্লার লাশ উদ্ধার করেন।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, উদ্ধার হওয়া মিলনের লাশ বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।