1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজা জব্দ স্কুলের কাঁটাতার পেরোতে গিয়ে আহত,আদালতে মারামারির অভিযোগ দাখিল! হাত-পা বেঁধে মা ও শিশু সন্তানকে কেরোসিন ঢেলে আগুন: মা’য়ের মৃত্যু, গ্রেফতার শাশুড়ী শেরপুর ঝিনাইগাতী সড়কের উপরে বাজার জনদুর্ভোগ চরমে! নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন ভালুকা উপজেলা রাতের আধাঁরে কোটি টাকা মূল্যের কৃষকের জমি দখলের চেষ্টা সাংবাদিক শাহাদত ইসলাম মামুনের কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশ সরকারের সদ্য ঘোষণা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাগজ কলমেই সীমাবদ্ধ। কলাপাড়ায় দুর্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত। কোষ্টগার্ডের অভিযানে রেনুপোনাসহ আটক-২৩
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

বানারীপাড়ায় বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৭৪ বার

নাহিদ সরদার

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৭টি সদস্য পদে মোট ২৯ জন প্রার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ীরা হলো- ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবু হুজায়ফা প্রিয়ন্ত ও ফারহানা ইসলাম নুহা, ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহানা সারা ও অহনা ইসলাম খুশবু এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জেরিন, উম্মে ফারিহা ও মেহ্জাবিন। তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের এ নির্বাচনে মোট ভোটার ছিল ৩৬৯ জন। এদের মধ্যে ভোট দিয়েছে ৩১১ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বানু স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সহকারী-অধ্যাপক জাকির হোসেন, উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন-উর-রশীদ (স্বপন তালুকদার), বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, বানারীপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহ-সভাপতি ও আলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি স্বপন মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

উল্লেখ্য, একমাত্র ছাত্র হিসেবে বিজয়ী হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবু হুজায়ফা প্রিয়ন্ত। সে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনের ছেলে। ৭টি পদের মধ্যে একটিতে প্রিয়ন্ত ও বাকি ৬টি পদে ছাত্রীরা বিজয়ী হয়েছে।
এছাড়া বানারীপাড়া বন্দর মডেলসহ উপজেলার ১২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।