শাহাদাত চৌধুরী রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১০০ (একশত) গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ।
গতকাল বৃহস্পতিবার ০৯ জুন ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার,সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ রাফিকুল ইসলাম রাফি (২৪), পিতা- মোঃ আশরাফ আলী, মাতা- মৃত সোনাভান বেগম, ২। মোঃ আব্বাস আলী (৪৫), পিতা- মোঃ আরশাদ আলী, মাতা- মোসাঃ মনোয়ারা বেগম, উভয় সাং- দিয়ার মানিকচর মাদ্রাসাপাড়া, গোদাগাড়ী থানার ০৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচর মাদ্রাসাপাড়া গ্রামস্ত এর বসত বাড়ীর উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে মোটলসাইকেল সহ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে ধৃত ১নং আসামীর হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।