মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব
লোহাগাড়া চট্টগ্রাম, প্রতিনিধি
লোহাগাড়া উকিলের পাড়া স্টুডেন্ট সোসাইটি আয়োজিত এসএসসি ও দাখিল পরিক্ষাথীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অধ্যাপক আবু তাহের
অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আলহাজ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ
তিনি বলেন
পৃথিবীর উপর যা কিছু আছে, আমি সেগুলোকে ওর শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কে কমে উওম (সূরা কাহফ – ০৭ )।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারবাস আল ফারাবি
ইসলামি সংগীতশিল্পী চট্টগ্রাম।
প্রধান সমন্বয়ক ও পরিচালনে করেন
মুহাম্মদ শাহাদাত হোসেন সোহাল
শিক্ষক মন্দুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও Trainel Sohel Academu
তিনি বলেন
” যদি লক্ষ্য থাকে, বিশ্বাস হদায়ে,
তবে হবেই দেখা হবে বিজয়ে ”
সার্বিকসহযোগিতে
মুহাম্মদ সিফাত উল্লাহ, মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, মুহাম্মদ রাকিব, সালাউদ্দিন স্যার,শাখ সাইদি সুহান, অমিত হাসান অবিক।