সোহাগ হোসেনঃযশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া (৭মাইল) পশু হাটের নকল মেয়াদ উত্তীর্ণ ভুয়া পাস দেওয়ার অভিযোগ উঠেছে মেম্বার আসাদুল ইসলাম সহ সাবেক (৭মাইল) পশুহাট মালিক আব্দুল খালেক খতিব, এর ছেলে আবু সাইদের বিরুদ্ধে।
গত (৩১শে মে ২০২২) মঙ্গলবার মেম্বার আসাদুল, আবু সাইদ, ফয়সাল, শান্ত, এবং টুটুল,সহ কয়েক জন পশুহাটে গোপনে পাস দেওয়ার সময় । হাটের কর্মরত ব্যক্তিরা জানতে পারলে কমিটিকে অবহিত করে। কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌছালে অভিযুক্তরা তড়িঘড়ি করে হাট থেকে বেরিয়ে যাওয়ার সময় কোমরে লুকিয়ে রাখা পাস বই পড়ে গেলে। অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। বিষয়টা কমিটির সদস্যরা মালিক নাজমুল হোসেনকে অবহিত করলে। তিনি উপজেলা প্রশাসন কাছে লিখিত অভিযোগ সহ শার্শা থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র বলেন নাজমুল ইসলাম, বাদী হয়ে অভিযোগ দিয়েছে বিষয়টি ওসি সাহেব তদন্ত করছেন।
এ বিষয় শার্শা থানার ভারপ্রাপ্ত ওসি মামুন খান জানান, নাজমুল ইসলাম বাদী হয়ে ভুয়া মেয়াদ উত্তীর্ণ পাস দেওয়ার অভিযোগে মঙ্গলবার একটা মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য পশুহাট মালিক নাজমুল হোসেন জানান, সরকার জারীকৃত হাটবাজার টেন্ডার আহ্বানে সাড়া দিয়ে সর্বোচ্চ দরদাতা হওয়ায় পশুহাটটি ইজারা পান, বিরুধী পক্ষ না পাওয়ায় শুত্রুতা করে সাবেক হাট মালিকের ছেলে আবু সাইদ, মেম্বার আসাদুল ইসলাম, সহ তাদের অনুসারীরা হাট পরিচালনায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি ও ব্যবসায়ীদের ভয়-ভীতি প্রদর্শন করা হয়। এবং হটে আসতে বাধা প্রদান করা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।