মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম প্রতিনিধি
গত ১৯/০৭/২০২২ ইং তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ এলাকায় একজন কিশোরীকে পালক্রমে ধর্ষণ করে মর্মে অভিযোগ পাওয়া যায়।
উক্ত ঘটনায় গত ২৮/০৭/২০২২ ইং তারিখের মামলার প্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের তৎপরতায় ধর্ষণকারী অভিযুক্ত দুইজন গ্রেফতার হয়। তারা দুজন যথাক্রমেঃ- ০১. সাইফুল ইসলাম(২১), পিতা-আবু তাহরে ,সাং- দক্ষনি মিঠাছড়ি ০২। গিয়াস উদ্দনি (২২), পিতা-আবুল কাশেম সাং- দক্ষিন মিঠাছড়ি, উভয় থানা- রামু, জেলা –কক্সবাজার।
গ্রেফতারকৃত দুজন আসামী অদ্য ৩০ জুলাই /২০২২ ইং তারিখ বিজ্ঞ আদালতে ঘটনা সংঘঠনে জড়িত দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে। আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।