
মোঃমেহেদী হাসান সোহাগ মৃধা-কুয়াকাটা,কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাহিয়ান মাহাদী নাফী (১৫) নামের এক যুবক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়। মৃত নাহিয়ান ঢাকা জেলার বংশাল থানার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আজ সকালে নাহিয়ান তার পরিবারের ২৩ সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। পরে আজ দুপুরে আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোজ হন। প্রায় আধা ঘন্টা পর পরিবারের সদস্যরাই তাকে থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাহিয়ান সাঁতার জানতো বলে জানায় স্বজনরা।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।