মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি
১৬ জুলাই বিকালে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ আঞ্জুমানে তোলাবায়ে ছাবেকীনের উদ্যোগে ও কবি মুহাম্মদ সেলাইমানের সম্পাদনায় প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন “নবদর্পণ ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান লোহাগাড়া সিটি হাসপাতালের কনফারেন্স হলে প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি আবু রেজা মুহাম্মদ সুফিয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এম.ইব্রাহিম কবির, বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক আব্দুল খালেক,অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন,প্রধান শিক্ষক মাস্টার শামসুল আলম, কলামিস্ট ও কবি মোহাম্মদ হোসেন, ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন, ম্যাগাজিন সম্পাদক কবি মুহাম্মদ সেলাইমান, সাংবাদিক দেলোয়ার হোসাইন রশিদী,আলহাজ্ব আব্বাস উদ্দিন প্রমুখ।বক্তারা এ ধরনের ম্যাগাজিন প্রকাশ ও লেখালেখির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,লেখালেখি ও ম্যাগাজিন প্রকাশ একটা মহৎ কাজ,এটা সৃজনশীলতার প্রকাশ ও স্মৃতিকে স্থায়ী করে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর মাধ্যম।এ প্রকাশনী ভবিষ্যতে আরো বড় প্রকাশনা ও গ্রন্থ প্রকাশে সহাশক হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।