রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের বৈডাঙ্গা বাজারের পশ্চিম পাশে সড়কের পাশে খুপরি ঘরে বসবাসরত এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। আজ (২৬ জুলাই) মঙ্গলবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা। স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে এখানে অবস্থান করলেও কেউ তার ভাষা বুঝেনা। তার ভাষা অনেকটা রোহিঙ্গাদেরমত সেকারনে সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকতো। লাশটি পোস্টমর্টেমর জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা চলছে। কি কারণে মারা গেছে তার সঠিক কারণ কেউ বলতে পারছেন না।