দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ৩ কেজি গাঁজাসহ মুছা হাওলাদার (৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
রোববার গভীর রাতে উপজেলার লেবুখালি টোল প্লাজায় চেকপোস্টে থানার এস আই রাজিব, রমিজ ও হালিম তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। মুছা’র বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইজদি ইউনিয়নের কাজী কান্দা গ্রামে।